শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:০১ অপরাহ্ন
মোঃনিরব গোলদার ঘড়িসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ প্রার্থী হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আলোচনায় ও জনপ্রিয়তায় শীর্ষে মোঃনিরব গোলদার এর নাম।
তাকে ঘড়িসার ইউনিয়ন পরিষদের ৪নংওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চায় স্থানীয় ওই ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসংখ্য জনগন ওই ইউপির মেম্বার হিসাবে দেখতে চেয়ে নিজ নিজ আইডি থেকে একাধিক পোষ্ট দিচ্ছেন।
এছাড়া এলাকার বিভিন্ন সামাজিক সংঠন, রাজনৈতিক যোদ্ধা, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের প্রানের দাবি জানিয়ে ঘড়িসার ইউনিয়নে-৪নং ওয়ার্ডের জন গন কে এর দৃষ্টি আকর্ষণ করেছেন।
সুদীর্ঘ সময়ের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পুরো উপজেলা জুড়ে সুপরিচিত।
উপজেলার আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানান, ইউপি মেম্বার পদে জনপ্রিয়তায় শীর্ষে মোঃনিরব গোলদার। দলের সঙ্গে সম্পৃক্ততা ও দলীয় যে কোন প্রোগ্রামে তার ভুমিকা অনেক প্রশংসনীয়,
ওই ইউপির মানুষের আপদবিপদে সর্বদা তিনি মানুষের পাশে দাঁড়ান । ৪নং ওয়ার্ডের ভোটারা আরো বলেন পারলে উপকার করবে না পারলে ক্ষতি করবে না
সেই সকল দৃষ্টিকোন থেকে নিঃসন্দেহে নিরব গোলদার, একজন যোগ্য প্রার্থী।