সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
আবু তৈয়ব সুজয়, কাজিপুর প্রতিনিধি:
কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সমাজবিরোধী নানা কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আরিফ বহিঃষ্কার।
গত ২৮ নভেম্বর কাজিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার স্বাক্ষরিত সংগঠনের দলীয় প্যাডে এ বহিঃষ্কার আদেশ ১লা ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
উল্লেখ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা উপজেলার ১০ নং তেকানি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দায়িত্ব পালন কালীন সময়ে নানা ধরনের সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থেকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
সর্বশেষ গত ২৪শে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেশাগ্রস্ত অবস্হায় ছাত্রলীগ নেতা আরিফের ছবি ভাইরাল হলে তা উপজেলা নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হওয়ার পর, আরিফকে কারন দর্শানোর নোটিশ দিলেও কারণ দর্শাতে ব্যর্থ হয়।
বহিঃষ্কার বিষয়ে কাজিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ বলেন-“ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, ছাত্রলীগে নীতি আদর্শ বিরোধী এবং মাদকাসক্ত কোন ছাত্রনেতার ঠাঁই নেই।জননেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাইয়ের দিকনির্দেশনায় স্বচ্ছ ছাত্ররাজনীতির ধারা অব্যাহত রাখতেই আরিফকে বহিঃষ্কার করা হয়েছে।