বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, ঢাকা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর প্রধান, মেধা ও মননে গড়ে ওঠা ক্ষণজন্মা রাজনীতিবিদ, বাংলার যুব সমাজের স্বপ্ন পূরুষ, শেখ ফজলুল হক মনির শুভ জন্মদিন ৪ঠা ডিসেম্বর। ৮১তম শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও শুভ জন্মদিন উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া যুবলীগ পরিবার কেক কেটে জন্মদিন পালন করেন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করোনা মহামারির কারণে অনুষ্ঠান ছোট পরিসরে করা হয়। সুবর্ন নন্দী তাপসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার অন্যতম উপদেষ্টা হাসান রেজা খাঁন, উপদেষ্টা হাবিবুর রহমান সরোজ, সহ-সভাপতি নুরে আলম সিদ্দীকি সাদী, যুক্তরাষ্ট্র আওয়ামী ক্যালিফোর্নিয়া শাখার সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, আনন্দ মেলার চেয়ারমযান মোহাম্মদ আলী খাঁন,যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার সাংগঠনিক সম্পাদক রাহিব নুর, ক্যালিফোর্নিয়া যুবলীগ লস এন্জেলেস সিটি শাখার সহ-সভাপতি বাবু ভুইঞা , সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল আলম, কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, ছবি তুলে সার্বিক সহযোগিতা করেছেন মুকুল মীরধা।