বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৭:১০ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাস ও দেশের সর্বস্তরের জনগণকে বিজয়ের মাসে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান তরুণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক শওকত হায়াত খাঁন বিপ্লব।
গণমাধ্যমে পাঠানো এক শুভচ্ছা বার্তায় শওকত হায়াত খাঁন বিপ্লব। জানান, বাঙালি জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং নয় মাস যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজয় করে এনে দেয় লাল সবুজের পতাকায় মহান স্বাধীনতা। আজ আমরা বিজয়ের ৫০ বছর পা দিতে যাচ্ছি তাই বিজয়ের মাসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে দেশের সর্বস্তরের জনগণকে জানাই বিজয়ের শুভেচ্ছা।