শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০২:৩৫ পূর্বাহ্ন
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাটাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি মোঃ সাইদুর রহমান নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) মোঃ আবু নজির মিয়া। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ওসমান ৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন, মোঃ সাদেক আলী মন্ডল , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিদ সরকার, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ চৌধুরী সঞ্জু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভুট্টু,আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাহহার সিদ্দিকী সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সবেক দপ্তর সম্পাদক, সেলিউর রেজা ৷ শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ৷
সম্মেলনে ২য় অধিবেশনে তৃণমূলের প্রস্তাব সমর্থনে প্রার্থীতা গ্রহণ করা হয় ৷ সভাপতি পদে ২জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী নির্বাচন করা হয় ৷ পরে জুরি বোর্ড গঠন করে আলহাজ্ব বাকা মাষ্টারের ছেলে মোঃ বাবুল আক্তার (আবু হোসেন)কে সভাপতি ও নূরউজ্জামানের ছেলে মোঃ বাবুল আক্তার ( বাবু) কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয় ।