শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:
১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে ও র্যালী অনুুুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকালে সিরাজগঞ্জ শহরের এস, এস রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ এবং র্যালী প্রদর্শন করা হয়। সমাবেশের সভাপতিত্বকরেন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান । সঞ্চালনায় ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার। এসময় বক্তব্যে রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, আলহাজ্ব ইসহাক আলী, ফিরোজ ভূইয়া, আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ সহ কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের যুগ্নসম্পাদক ড. জান্নাত আরা হেনরি তালুকদার , পৌরআওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণসম্পাদক দানিউল হক মোল্লা প্রমুখ। সমাবেশ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড হতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ উপস্থিত হয়।