সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন
মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়ারিশিয়ান ও ক্রকৃত জমির দখলকে কেন্দ্র করে নিজ বোন ও তার ছেলেকে পিটানোর অভিযোগে আপন ভাইদের বিরুদ্ধে থানায় মামলা করেছে হাজেরা খাতুন(৪৮) নামের এক বোন। গত ১০ জানুয়ারী বেলা ১২ ঘটিকার সময় সলঙ্গা থানার দত্তকুশা গোয়াল পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে যানাযায়,গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী হাজেরা খাতুন একই গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫)ও রহিচ উদ্দিনের (৬০) আপন বোন। প্রতৃক সম্পতির ওয়ারিশের সম্পত্তির স্থানীয় প্রধানদের মাধ্যমে ভাগবাটোরার পর পাপ্ত সম্পত্তিতে দখল নিতে গেলে নজরুল ইসলাম (৪৫)ও রহিচ উদ্দিন (৬০) গ্রংদের হামলায় আহত হন।
এ বিষয়ে হাজেরা খাতুন বলেন-আমার ভাইয়েরা আমাকে ও আমার ছেলেকে অন্যায় ভাবে মারপিট করেছে,আমার ভাইয়েরা জামায়াত করে,এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় তাদের কে কেউ কিছুই বলতে পারে না। তাই আমি নিরুপায় হয়ে, আমার ভাই সহ ৬ জনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করিছি।
নিজ বোনকে মারপিটের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম বলেনন-আমরা আমার বোনকে মারপিট করিনি সে আপনাদের কাছে মিথ্যা অভিযোগ করেছে।
এ বিষয়ে নাম এলাকাবাসীরা জানান,জমি জমা নিয়ে দির্ঘদিন যাবৎ দু পক্ষের মাঝে এই ঝামেলা চলছে। এ নিয়ে একাধিকবার এলাকায় শালিস দরবার হলেও কোন বিচারই মানে না বিবাদী নজরুল ইসলাম ও তার ভাইয়েরা।
অভিযোগের বিষয়ে মুঠোফোনো জানতে চাইলে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল কাদের জিলানী বলেন-এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।