শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৩:৩৮ পূর্বাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর জ্যেষ্ঠ পুত্র কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান সুমন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য মনোনীত হওয়ায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সহকারি কমান্ডার শেখ মনির আহমেদ, শেখ আব্দুর রউফ, খান আহসানউল্লাহ, মমতাজ হোসেন মন্টু, উপজেলা সন্তান কমান্ডের এস এম গোলাম রহমান, দিপায়ন মন্ডল, মনিরুজ্জামান, আমিরুল ইসলাম, খান ফারুক হোসেন বাবু, রেজাউল ইসলাম, নুর ইসলাম খোকন, আশিক ইকবাল প্রমুখ।
ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান সুমনকে জেলা আওয়ামীলীগের সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হয়।