বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৭:০৯ অপরাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে এমদাদিয়া কল্যাণ সংস্থার পক্ষ থেকে দ্বিতীয় ধাপে মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বাজার গ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন বাজারগ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসার মুহতামিম ও এমদাদিয়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুহা. ওজিহুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মাদ্রাসার শিক্ষক মুফতি আতিকুর রহমান, মুফতি হামিদুর রহমান, আব্দুল ওয়াহেদ, শিক্ষক আব্দুল মইন, মুফতি লুৎফর রহমান, মাওলানা মুসাদ্দিক রহমান, মাওলানা শহিদুর জামান, মাওলানা মনজুর আলম, মাওলানা আরশাদ আলী, মতিউর রহমান ও হাবিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারী এমদাদিয়া কল্যাণ সংস্থার উদ্যোগে প্রথম ধাপে শতাধিক গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরন করা হয়।