রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৫৭ পূর্বাহ্ন
সুদেব কান্তি দে বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ও লাইসেন্সবিহীন ইটভাটা চালানোর অপরাধে তিন ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৮ই জানুয়ারী রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ এলাকাস্হ হারেস কোম্পানীর মালিকানাধীন এইচ বিএম ব্রিকসকে ২ লক্ষ টাকা, জসিম উদ্দিন কোম্পানীর মালিকানাধীন এসবিএম ব্রিকস কে ২ লক্ষ টাকা , ইদ্রিস কোম্পানীর মালিকানাধীন এম আরবি ব্রিকস কে ২ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পরে ইটভাটায় পোড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।
অভিযানের সময় সাথে ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ, ইন্সপেক্টর নুর হাসান সজীব, র্যাব-৭ খালিদুর রহমান, পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের টিম ও চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ শরফুদ্দিন খাঁন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১) ধারা লঙ্ঘন করে ইট প্রস্তুত করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন বা লাইসেন্সবিহীন ইটভাটার কার্যক্রম চালানোর অপরাধে তিন ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি সকল ইটভাটা মালিক দের আইন মেনে ইটভাটা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।