বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:৫৪ অপরাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী’র বড় বোন শিক্ষিকা শেলি আক্তার বানু শেলি (৫৫)। তিনি আজ দুপুর ১টার সময় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। তিনি কর্মজীবনে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া উপজেলার টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সর্বশেষ কুলটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের গ্রাম হিসাবে পরিচিত পানিয়া গ্রামে শেলি আক্তার বানু বাল্যকাল হতে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকে পরিশ্রমে, উন্নয়নে তরুন প্রজন্মকে উজ্জীবিত করেছেন তিনি। ৮০ দশকে ইডেন সরকারি মহিলা কলেজে অধ্যায়ণকালে বেগম রোকেয়া হল ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী, সদালাপী এবং পরোপকারী একজন মহিলা। তার মৃত্যুতে তার জন্মভূমি পানিয়া সহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার নামাযে জানাযা আগামীকাল রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নিজস্ব বাসভবন পানিয়ায় অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।