বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৭:০১ অপরাহ্ন
চৌহালী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দ রশি ও উত্তর খাষকাউলিয়া গ্রামে জনসাধারণের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক আমির হামজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সম্পাদক মোল্লা বাবুল আক্তার, চৌহালী উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক ছমের জালাল, যুবলীগ নেতা ফকির জাহাঙ্গীর , আব্দুর রাজ্জাক,জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন , উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক রাজীব সরকার ও শামচুল হক পরিষদের সভাপতি ইমরুল ইসলাম প্রমুখ৷
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আবু ছাইদ বিদ্যুৎ বলেন , আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কা পেতে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।