রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩০ পূর্বাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি অভিযানো দুইটি পরকীয়া সহ ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরকীয়ার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাতবসু এলাকার বিশ্বজিৎ’র স্ত্রী সুমিতা, নলতা এলাকার নজরুল ইসলামের স্ত্রী আম্বিয়া ও শিবপুর এলাকার সামছুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম।
এছাড়া ওয়ারেন্টের বিভিন মামলায় গ্রেফতারকৃতরা হলেন, বাজারগ্রাম এলাকার আফতার উদ্দিনের স্ত্রী রাফেজা খাতুন, তার ছেলে শরিফুজ্জামান, একই এলাকার আব্দুল লতিফ’র ছেলে রানা, পাইকাড়া এলাকার মোহসিন হাসনের ছেলে সাইফুল্লাহ, রঘুনাথপুর এলাকার মৃত আদর আলী গাজীর ছেলে সামছুর গাজী, একই এলাকার আরশাদ আলীর ছেলে ফজর আলী, পূর্বনলতা এলাকার নজরুল ইসলামের ছেলে তহিদুর রহমান, কাঠুনিয়া এলাকার জিয়াদ আলীর ছেলে আমিনুর রহমান, কালিকাপুর এলাকার ফজর আলীর ছেলে মনিরুল ইসলাম ও লক্ষীনাথপুর এলাকার মৃত কাজী নুরুল হুদার ছেলে কাজী নুর ইসলাম।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলায়ার হুসন জানান, রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন এলাকায় অভিযান চালিয়ে দুইটি পরকীয়া, চুরিসহ বিভিন মামলায় ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।