রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
রবিবার ভোর রাত সোয়া ৩টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে কিডনি জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে গোলাম মোস্তফা ছিলেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, সদালাপী ও পরোপকারী।
বাদ আসর তার জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।