রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে উন্নয়নের আয়োজনে টিপিপিপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা উন্নয়নের সমন্বয়কারী তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ডা. মহাতাবউদ্দিন, পুষ্টি বিষয়ক কারিগরি কর্মকর্তা সাইদুর রহমান,
স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, সিনিয়র নার্স হালিমা খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান।