সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৫:৪৮ অপরাহ্ন
মোঃ শাহাদত হোসেন, উল্লপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ এর স্বেচ্ছাসেবক রাকিব মোল্লা ও তার বন্ধু খোকন।
গতকাল ২৮ ফেব্রুয়ারি সকালে ডোনার নিয়ে হসপিটালে ব্লাড ডোনেশন করার জন্য বের হন। দুপুর ১২ টা পর্যন্ত ব্লাড ডোনেট (২টা) করান।
হাতে কোন কাজ না থাকার জন্য বেরাতে চলে যান তাড়াশ।
সেখান থেকে বাড়ি ফেরার পথে (এনায়েতপুর) সিরাজগঞ্জ রোড থেকে বাসে উঠেন সেই সময় একজন মহিলা একই বাসে যাত্রি হিসেবে উঠেন।
রাকিব মোল্লা ও তার বন্ধু খোকন খেয়াল করেন মেয়েটা অসুস্থ তাই তাদের বাসের সিট ছেড়ে দিয়ে তাকে বসতে দেন। কিছু সময় পর
হঠাৎ করেই মেয়ে টা অজ্ঞান হয়ে পরেন। তখন প্রায় কড্ডার মোর এর কাছাকাছি। আসে পাসে হসপিটাল না থাকার কারণে তাদের কড্ডা পর্যন্ত অপেক্ষা করতে হয়।
তার পর কড্ডা নেমে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছু সময় এর মধ্যে তার জ্ঞান ফিরে আসে (তখন রাত ৮:৩০ মিনিট) মেয়েটির কাছ থেকে তার পরিবারের নাম্বার নিয়ে যোগাযোগ করে তাদের কে কড্ডা মোর আসতে বলেন। সেই সাথে সিরাজগঞ্জ সদর থানার কর্মরত পুলিশ অফিসার মোঃ সাহাবউদ্দিন কে সমস্ত বিষয় গুলা জানায়।
অল্প সময়ের মধ্যে পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম, সাহাবউদ্দিন ওতাদের টিম ঘটনা স্থানে চলে আসেন। রাত্রি ৯:৩০ সময় মেয়েটির পরিবারের সদস্যরা চলে আসেন।
তার পর সাধারণ জিজ্ঞাসা করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম ও পুলিশ অফিসার মোঃ সাহাবউদ্দিন বলেন
রাকিব মোল্লা ও তার বন্ধু মানবতার কাজ করেছে আমরা আসা করি সবাই যদি যার যার নিজ স্থান থেকে মানবতার কাজ করে তাহলে এই দেশ ও দেশের মানুষ কে কখনই বিপদে পরতে দেখা যাবে না। ধন্যবাদ প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ কে।