সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৬:৫৫ অপরাহ্ন
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আবেক দিয়ে নয় বিবেক দিয়ে নেতা নির্বাচন করতে হবে বললেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি ৷
গতকাল মঙ্গলবার দুপুরে চরজাজুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে আক্তারুজ্জামান মন্টুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হায়দার মুন্নার পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয় ৷
এ সময় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফিরোজ ভূঁইয়া, সদস্য গাজী হাসান খুশরু, উপদপ্তর সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভার) আবু নজির মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার, সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সরকার, হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, রমজান আলী প্রমুখ৷
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি আবু নজির মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার। এতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদকপদে ৩ জন, মোট ৫ জন প্রাথী মোট ২৩৬ ভোট নিয়ে লড়াই করে সভাপতি পদে আক্তারুজ্জামান মন্টু পান ১২২ ভোট তার নিকটতম প্রতিদন্ধী মোঃ আঃ জলিল মাস্টার পান ৮৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ শাহআলম ১৩৯ ভোট তার নিকটতম প্রতিদন্ধি সেলিমুউর রেজা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন ।
জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেন, আবেক দিয়ে নয় বিবেক দিয়ে নেতা নির্বাচন করতে হব, তিনি উপজেলার ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে, প্রধানমন্ত্রীর উন্নয়ন সহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্যে এ সব কথা বলেন।