সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৬:৪৭ অপরাহ্ন
আর. ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এবার ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) এর দিক নির্দেশনা মোতাবেক কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এন. মোহাইমেনুর রশীদ এর তত্ত্বাবধানে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. দোলায়ার হুসেন এর নেতৃত্বে এ প্রচারনা চালানো হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কালিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা প্রতিরোধে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন। এসময় সচেতনতামূলক গান পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার তারিকুল হাসান।
প্রচারণা কালে কালিগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।