মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০১:৫৪ পূর্বাহ্ন
নেত্রকোনার বারহাট্টায় মো. লাল মিয়াকে (২৭) শ্যালিকাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বারহাট্টা থানা পুলিশ বুধবার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠায়।
অভিযোগে জানা গেছে, জেলার উপজেলার রৌহা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে লাল মিয়ার সঙ্গে প্রায় ৭ বছর আগে উপজেলার ছোট কৈলাটী গ্রামের এক কৃষকের মেয়ের বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। এরই মধ্যে লাল মিয়া তার শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত ১৭ ফেব্রুয়ারি মাদ্রাসাছাত্রী শ্যালিকাকে ফুসলিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা লাল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেন। আদালত আসামিকে গ্রেফতারের জন্য বারহাট্টা থানা পুলিশকে নির্দেশ দেন।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভিকটিম সেইফ কাস্টডিতে আছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।