মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১২:২৮ পূর্বাহ্ন
নেত্রকোনায় খেলতে গিয়ে পুকুরের পানিতে এক বোন পড়ে গেলে তাকে তুলতে গিয়ে দুই বোনেরই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে আজ শুক্রবার বিকালে। মৃতরা হচ্ছে দাপুনিয়া গ্রামের জামরুল মিয়া কন্যা মাইসা আক্তার (৭) ও দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের কন্যা রাইসা আক্তার (৭)। তারা সম্পর্কে খালাতো বোন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দাপুনিয়া গ্রামের মাইসা গতকাল বৃহস্পতিবার (১১ জুন) তার মায়ের সাথে খালার বাড়ী দক্ষিণ বিশিউড়া আসে। আজ শুক্রবার বিকালে তার খালাতো বোন রাইসাকে নিয়ে পুকুর পাড়ে খেলা করছিল।
খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত এক বোন পুকুরের পানিতে পড়ে গেলে অপর খালতো বোন তাকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে সেও পড়ে যায়।
পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।