শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:২৮ অপরাহ্ন
সিলেটে নতুন করে ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১৯ জন সিলেট সদরের, একজন করে জৈন্তাপুর ও বালাগঞ্জের, পাঁচজন করে জকিগঞ্জ ও গোয়াইনঘাটের, চারজন করে ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জের, আটজন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
ডা. হিমাংশু লাল রায় আরো জানান, এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৪৪ জন। এরমধ্যে শুধু জেলাতে রয়েছেন এক হাজার ৩৫২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জন।